গত এক বছরে বলিউডে যেমন প্রচুর খারাপ কিছু হয়েছে তেমন ভালো খবরও রয়েছে বলিউডে। খুব শীঘ্রই মা হতে চলেছেন বলিউডের প্রথম সারির নায়িকা অনুস্কা শর্মা, করিনা কাপূর। তেমনই মা হতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অনিতা হসনন্দানি। তিনি বড় পর্দায়ও কাজ করেছেন তবে ছোটপর্দায় বেশ জনপ্রিয়তা পেয়েছেন। কোনো সিরিয়ালে অনিতা আছে মানেই সিরিয়াল হিট।
বিশেষত নেগেটিভ চরিত্রে দেখা যায় অনিতাকে। কয়েকদিন আগেই অনিতা ও তাঁর স্বামী রোহিত রেড্ডি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান খুব শীঘ্রই মা হতে চলেছেন অনিতা। বেবি বাম্পের ছবিও পোস্ট করেছেন রোহিত। অনিতা নিজেও ইন্সটাগ্রামে বেশ অ্যাক্টিভ। সম্প্রতি অনিতার একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে।
View this post on Instagram
বেবি বাম্প নিয়ে শাকিরার একটি গানে তুমুল নাচলেন অভিনেত্রী। এই ভিডিওটি মুর্হুতের মধ্যে ভাইরাল হয়েছে। সমালোচনা ও প্রশংসা দুই পেয়েছেন অভিনেত্রী। অনেকেই প্রশংসা করে বলেছেন পেটের ভিতর থেকে নাচ শিখে যাবে আপনার সন্তান আবার অনেকেই বলেছেন এই অবস্থায় এভাবে নাচ করার মানে কি, সন্তানের সুরক্ষাও তো ভাবতে হবে। তবে এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় হিট।