অস্থির সময়৷ দুশ্চিন্তা, ব্যস্ততা ঘিরে ধরেছে আমাদের। প্রিয় মানুষের কাছে যাওয়ার, তার কাছে দুদণ্ড বসার সময় আমাদের এখন প্রায় নেই৷ কিন্তু যা আছে তা ভালোবাসা৷ দিন বদল এর সঙ্গে বদলেছে ভালোবাসার রঙ, প্রকাশভঙ্গি৷ কিন্তু আজও সেই আবেগ অপরিবর্তনীয়।এভাবে রাত কেটে যাবে, এই সময়ের কথা বলে৷ নতুন প্রজন্মকে নিয়ে কাজ করতে ভালোবাসেন অনসূয়া৷
তারা কী ভাবছে কেমন ভাবে ভাবছে সেটা জানার আগ্রহ বরাবর৷ তাই একেবারে এই সময়ের দুই তরুণকে নিয়ে কাজ করেছেন সঙ্গীতশিল্পী অনসূয়া চৌধুরী৷ এই গানের সুর পূরব শীল আচার্য্য’র এবং কথা লিখেছেন অর্চিষ্মান চৌধুরী৷ ভালোবাসার নতুন গান আসছে ভালোবাসার দিনে ১৪ ফেব্রুয়ারি৷
পুরব শীল আচার্য্য
আরো পড়ুন – বাঙালি হয়েও হিন্দিতে রবীন্দ্র সংগীত পরিবেশন করার কথা ভাবলেন কেন?
এই গান ভালোবাসার সেই মুহূর্তের কথা বলে যে সময় কেবল ভালোবাসাটুকুই সম্বল। চাওয়া পাওয়ার হিসেব নেই৷
অনসূয়া চৌধুরীর সঙ্গে অর্চিস্মান
যেখানে স্বপ্নে একটা মূহুর্তে ছুঁয়ে থাকলেও হবে৷ আবার যদি ঘুম ভেঙে যায় তাহলে তাকে অনায়াসে বলা যাবে লুকোনো কথা দীর্ঘশ্বাসের কারণ৷ মিথ্যে হাসির মোড়কে নয়, না পাওয়া ব্যর্থতা জেনেও যেখানে দুজন রূপকথা লেখার সাহস করবে৷
ভালোবাসাকে উদযাপনের গান৷ ব্যস্ততার মধ্যেও একে অপরের খেয়াল রাখার ইচ্ছে হলে অস্ফুটেও যে ইচ্ছেরা প্রেমের বাতাস বয়ে আনে৷ পারিপার্শ্বিকতা, বাস্তবতার মধ্যে থেকেও আশার এক অদ্ভুত আলো আছে সেই রাতে যে রাত এভাবেই আসবে এবং স্বপ্ন ছুঁয়ে থাকবে। অবিশ্বাস এর পৃথিবীতে এমন একটুকরো বিশ্বাসকে সঙ্গে নিয়েই যত্নে আগলে রাখবে ভালোবাসার সেইসব রাত।
সায়নী মুখার্জী