Home Entertainment বাঙালি অভিনেত্রীর দুষ্টু মিষ্টি ভিডিও ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়

বাঙালি অভিনেত্রীর দুষ্টু মিষ্টি ভিডিও ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়

by admin

শীতের আমেজে উষ্ণতা ছড়াল টলিউড ডিভা দর্শনা বনিক। একসময় টিকটকার হিসাবে খ্যাতির শিখরে ছিলেন তিনি। এখন টিকটকের অবকাশ নেই। নিজের ইন্সটা প্রোফাইলে ভিডিও আপলোড করে দর্শকদের নজর কাড়ছেন অভিনেত্রী। ফ্যাশান দুনিয়া থেকে যাত্রা শুরু, নিজের চেষ্টায় প্রথম সারির মডেলেদের তালিকায় জায়গা করে নিয়েছেন, টলিউডের পাশাপাশি দক্ষিনী সিনেমায় জায়গা করে নিয়েছেন। সম্প্রতি উন্মুক্ত ক্লিভেজের বিকিনি টপে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন দর্শণা বনিক।

আরও পড়ুন শ্বেতা বসুর পরিচালনায় আসছে ‘লোকটি বলে’ , পাশে থাকুন

হলুদ রঙের সরু স্ট্রাইপের লং ফ্রকে একটি ভিডিও পোস্ট করেছেন দর্শণা বনিক। যা মুহুর্তের মধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা গেছে একটি কাকাতুয়ার সামনে কেয়ার না করদা গানে নাচলেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Darshana Banik (@darshanabanik)

সেই দুষ্টি মিষ্টি ভিডিও নিজের ইন্সটাগ্রামে শেয়ার করেছেন তিনি, যা নেটিজেনদের রাতের ঘুম কেড়েছে। অভিনেত্রীর লাস্যময়ী ভঙ্গিমা হার মানাবে বহু বলিউড অভিনেত্রীকেও।

Related Videos

Leave a Comment