Home Entertainment দীপিকা অবসরে বানিয়ে ফেলেন নানা স্বাদের কুকি

দীপিকা অবসরে বানিয়ে ফেলেন নানা স্বাদের কুকি

by admin

কথায় আছে যে রাঁধে, সে চুলও বাঁধে।  কিন্তু যে সিনেমায় অভিনয় করে সে বেকিং করে এমনটা শুনলে কি আশ্চর্য হবেন?  আর যার কথা ভলছি তার নাম শুনলে আপনি অবাক হবেন৷  দীপিকা পাড়ুকোনকেই (Deepika Padukone) সিনেমায় অমন গ্ল্যামার  দেখে মনে হবে যে উনি কখনো রান্নাঘরে ঢোকেন নি৷ কিন্তু বাস্তবে রান্নার বিষয়ে ভালই আগ্রহ আছে নায়িকার।

 

Deepika padukon finds cooking 🍜🍝🍛🍚 | Deepika padukone style, Deepika  padukone, Dipika padukone

ইন্সটাগ্রামে (Instagram) ভক্তদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্ব রেখেছিলেন তিনি। ‘আস্ক মি এনিথিং’ নামের এই সেশনে নায়িকাকে তার অনুরাগীরা  একের পর এক প্রশ্ন করেন। রান্না প্রসঙ্গ উঠতেই  দীপিকার উত্তর- তিনি বেক করতে বেশি ভালবাসেন। এতদিনে বেকিংয়ে তিনি বেশ দক্ষ হয়ে উঠেছেন। শুধুবতাই নয়, তাঁর হাতে তৈরি কুকি সবাই বেশ উপভোগ  করেই খায়। তবে রান্না বলতে প্রকৃত অর্থে যা বোঝায়,  রোজকার ডাল ভাত আর কী সেটা করতে দীপিকা খুব একটা ভালোবাসেন না। কিন্তু  নানা স্বাদের কুকি বেক করতে তার খুবই আনন্দ৷

 

 

Deepika Padukone promo for India's Most Desirable

 

আজীবন অভিনয়ের ছাত্র ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়

এক অনুরাগী জানতে চান,  দীপিকা সকালে উঠে সবার প্রথমে কী করেন? দীপিকার সপ্রতিভ উত্তর- তিনি প্রথমেই ঘড়ির আল্যার্ম বন্ধ করেন এবং তার পর একটা ঝলমলে হাসি মুখ নিজেকে উপহার দেন৷ কোন কাজটা দীপিকা প্রতি দিন করতে ভালোবাসেন? চটজলদি দীপিকা জানান,  তিনি চান প্রতি দিন এক্সারসাইজ করতে। কাজের চাপে প্রতি দিন নিয়ম করে এক্সারসাইজ করা তাঁর পক্ষে সম্ভব হয় না। কিন্তু তিনি চেষ্টা করেন অন্তত সপ্তাহে অন্তত ৩ থেকে ৪ ঘণ্টা এক্সারসাইজ করার৷  এভাবেই নিজের জীবনের নানা মজার কাহিনী অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন দীপিকা৷

Related Videos

Leave a Comment