পরনে বাঘছাল প্রিন্টের বিকিনি বা লাল বিকিনি টপের উপর সাদা লেসের শ্রাগ , দুবাইয়ের বিলাসবহুল ইয়ার্টে মিউজিক ভিডিও শ্যুট করলেন টলিউড ডিভা এনা সাহা। বরাবরই চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন এনা। মাত্র ২৫ বছরেই প্রযোজনায় নেমছেন এনা। টলিউডে সাফল্যের সঙ্গে জায়গা করে নিয়েছেন। দেখলে মনে হবে এই তো সেদিনের মেয়ে কিন্তু সেই মেয়েই রাতের ঘুম কেড়েছেন নেটিজেনদের।
আরও পড়ুন বাঙালি অভিনেত্রীর দুষ্টু মিষ্টি ভিডিও ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়
এবার দুবাইয়ে লাস্যময়ী অবতারে উষ্ণতা ছড়ালেন টলিউডের নয়া প্রয়োজক তথা অভিনেত্রী এনা। কখনও বাঘছাল প্রিন্টের বিকিনি পড়ে বা লাল বিকিনি টপের উপর সাদা লেসের শ্রাগ পড়ে মিউসিক ভিডিও শ্যুট করলেন এনা।
View this post on Instagram
ভিডিওটি পোস্ট করে এনা লিখেছেন, ‘আজ তুমি যে চ্যালেঞ্জ গুলোর মুখোমুখি হচ্ছ, কাল সেগুলোই তোমাকে আরও শক্ত করে তুলবে। চ্যালেঞ্জ তোমাকে জীবনে আরও ভাল করে তোলে, তিক্ত নয়’। দিন তিনেক আগে তাঁর ছবি ‘এসওএস কলকাতা’র পোস্টার ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, ‘ ভালবাসা এবং সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। এ ভাবেই আমাদের পাশে থাকুন। খুব তাড়াতাড়ি নতুন একটি সারপ্রাইজ নিয়ে আসব।”