Home যেসব কথা কানে আসে ক্রিস্টমাস ট্রি এর ইতিহাস কি, জানুন

ক্রিস্টমাস ট্রি এর ইতিহাস কি, জানুন

by admin

বড়দিন মানেই আলোর রোশানাই ও ক্রিসমাস ট্রি। খ্রীস্টধর্মী ছাড়াও অন্যান্য ধর্মের মানুষরাও বড়দিন পালন করে । কেকউৎসবে মেতে ওঠে সকল ধর্মের মানুষ। ক্রিসমাস ট্রি দিয়ে সাজিয়ে তোলে এইদিনটি। এই ক্রিসমাস ট্রি কি তা নিয়ে ভিন্ন মত রয়েছে।

এমনকি পৃথিবীর প্রথম মানুষ আদম ও ইভের সঙ্গেও জড়িয়ে রয়েছে ক্রিসমাস ট্রি-এর নাম। ইতিহাসে সে কথা রয়েছে। কয়েক হাজার বছর আগে উত্তর ইউরোপে এই ক্রিসমাস ট্রি-এর প্রচলন হয়। অনেকে মনে করতেন এই ফার গাছটি সুখ সমৃদ্ধের প্রতীক। উত্তর ইউরোপের মানুষ মনে করতেন এই চিরসবুজ গাছ বাড়িতে থাকলে বাড়িতে আর কোনো অশুভ শক্তি বিরাজ করবে না। সেখান থেকেই ক্রিসমাস ট্রি-এর প্রচলন শুরু।

অনেকের মতে যীশু ক্রিস্টের জন্মের সঙ্গে ক্রিসমাস ট্রি এর নিবিড় যোগাযোগ। যীশুর জন্মের পর যারা তাঁর বাবা ও মা জোসেফ ও মেরিকে অভিনন্দন জানিয়েছিলেন তারা নিজের বাড়িতে এই ফার গাছ আলো দিয়ে সাজিয়ে দেন। সেই থেকে নাকি এই ক্রিসমাস ট্রি এর প্রথা চলে আসছে। আবার অনেকে মনে করেন আদম ও ইভের খেলার জন্য এই ক্রিসমাস ট্রি লাগানো হয়েছিল। অষ্টাদশ শত থেকে প্রায় গোটা বিশ্বেই ক্রিসমাস ট্রি জনপ্রিয় হয়ে ওঠে

Related Videos

Leave a Comment