Home Entertainment মা হওয়ার আগে চুটিয়ে পার্টি করছেন করিনা

মা হওয়ার আগে চুটিয়ে পার্টি করছেন করিনা

by admin

গতবছর বলিউডের খারাপ সময় গেলেও নতুন বছরে বলিউডে শুধুই খুশির হাওয়া। মা হতে চলেছেন বেশ কয়েকজন অভিনেত্রী। এর মধ্যে অনুস্কা রয়েছেন, রয়েছেন পুজা বন্দ্যোপাধ্যায়। আর আরেকজন রয়েছেন যিনি পাতৌদির পুত্রবধু করিনা কাপুর। দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন তিনি।

করিনা কাপুরের প্রথম সন্তান তৈমুর ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মন জয় করেছে। প্রতিনিয়ত তৈমুরের নিত্যনতুন কাণ্ডকারখানা নেটিজেনদের মাতিয়ে রাখে। ফের মা হতে চলেছে করিনা কাপুর খান। তবে এই অবস্থায় একেবারেই বসে নেই অভিনেত্রী। বাড়ির কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন করিনা। এমনকি লেডিস গ্যাং এর সঙ্গে চুটিয়ে পার্টিও করছেন। মা হওয়ার আগে হাসি খুশী থাকাটা জরুরি। সেইকারণেই মহিলা বাহিনীর সঙ্গে জমিয়ে পার্টি করলেন। এই দলে আছেন মালাইকা আরোরা, অমৃতা আরোরা, নতাশা পুনাওয়ালা, মল্লিকা ভট্ট। তবে থাকতে পারেননি করিশ্মা কাপুর।

করিনার এই গার্ল গ্যাং-এর কথা সকলেরই জানা। নিউ ইয়ারে একসঙ্গে থাকতে পারেননি কেউই তাই এই পার্টির আয়োজন। নিজের ইন্সটাগ্রামে এইসব মুহুর্তের ছবি শেয়ারও করেছেন করিনা কাপুর।

Related Videos

Leave a Comment