বলিউডের জনপ্রিয় গায়কদের মধ্যে মিকা সিংয়ের নাম বলাই বাহুল্য। প্লেব্যাক তো আছেই এর পাশাপাশি তাঁর নিত্যনতুন অ্যালবাম দর্শকদের মুগ্ধ করে। হিন্দি গানের জগতে স্বমহিমায় আছেন মিকা সিং। কিন্তু এবার অন্যরুপে দেখা গেল তাঁকে। সম্প্রতি মিকা সিং নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছে যেখানে দেখা যাচ্ছে পথশিশুদের হাতে তিনি তুলে দিচ্ছেন আইসক্রিম আর চকলেট।
View this post on Instagram
বলিউডের জনপ্রিয়তার পাশাপাশি অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে মিকা সিংকে নিয়ে। কখনও রাখী সাওয়ান্তকে প্রকাশ্যে চুমু খাওয়া কিংবা পাকিস্তানে গিয়ে গান করা। তবে এসবের পাশে মিকা সিংয়ের এই ভিডিও নজর কেড়েছে নেটিজেনদের। পথশিশুদের জন্য তাঁর যে প্রয়াস তাকে স্যালুট জানিয়েছেন নেটিজেনরা। সেসব পথশিশুরা দারিদ্রের ঘেরাটোপে থাকলেও তারা যে সাহায্য নিতে চায় না তাও স্পষ্ট করেছেন মিকা সিং। চকলেট আইসক্রিম দেওয়ার পাশাপাশি ভিডিওতে পথশিশু দের সঙ্গে হাতি মজায় মেতে উঠতে দেখা গেছে মিকা সিং কে। সম্প্রতি জি বাংলায় সারেগামাপা-র বিচারকের আসনে স্বমহিমায় দেখা যাচ্ছে মিকা সিংকে।