Home Entertainment ভালোবাসার মানুষকে চুমু দিয়ে ভরিয়ে দিলেন ঋতাভরী, ভাইরাল ভিডিও

ভালোবাসার মানুষকে চুমু দিয়ে ভরিয়ে দিলেন ঋতাভরী, ভাইরাল ভিডিও

by admin

টলিউডের প্রথম সারিতে জায়গা করে নিয়েছেন ঋতাভরি চক্রবর্তী। স্টার জলসার ওগো বধু সুন্দরীর মধ্যে দিয়ে টলিউডে নিজের সাম্রাজ্য প্রতিষ্টা করেন তিনি। এখন টলিউডের বিউটি কুইন ঋতাভরি। সোশ্যাল মিডিয়ায় নানারকম ভিডিও শেয়ার করে নেটিজেনদের রাতের ঘুম কেড়েছেন তিনি। এবার ঋতাভরির রাতের ঘুম কেড়ে নিল।

কিন্তু কে সেই ব্যাক্তি যে কিনা টলিউড ডিভার ঘুম কেড়ে নিল। শোনা যাচ্ছে সে নাকি আবার ঋতাভরির মনের মানুষ। এবার প্রশ্ন হল কে ঋতাভরির মনের মানুষ? উত্তর দিলেন ঋতাভরি নিজেই, হলিউড অভিনেতা ব্র্যাড পিট। গত ১৮ ই ডিসেম্বর ছিল ব্র্যাড পিটের ৫৭ তম জন্মদিন, আর জন্মদিনে চুমুতে চুমুতে ভরিয়ে দিলেন ঋতাভরি। কিন্তু কি করে? কলকাতায় তো আসেননি ব্র্যাড পিট আর ঋতাভরিও আমেরিকায় যাননি তবে? এর উত্তর খোলসা করেন ঋতাভরি নিজেই।

তাঁর প্রিয় পুরুষের একটি পুতুলকে আদর করেই দুধের সাদ ঘোলে মেটালেন অভিনেত্রী। ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করে ঋতাভরী লিখেছেন, ” আমার জীবনের ভালবাসাকে জন্মদিনের শুভেচ্ছা। আমি এই মানুষটির জন্য পাগল। যখন প্রথম এই টাইলার ডারডেন অ্যাকশন চরিত্রটি দেখেছিলাম, তখন মায়ের সঙ্গে উত্তেজনা ভাগ করে নিই”।

Related Videos

Leave a Comment