টলিউডের অন্যতম অভিনেতা রুদ্রনীল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় বারবার লাইম লাইটে এসেছেন তিনি। আমফান পরবর্তী সময় বা স্বজনপোষণ সবকিছু নিয়েই সমাজকে বিশেষ বার্তা দিয়েছেন রুদ্রনীল। লকডাউন ও আমফানের সময় সমাজসেবামূলক কাজও করেছেন। ত্রাণ দিয়ে সাহায্য করেছেন অনেক অসহায় মানুষকে। কখনও আবার ছুটে গিয়েছেন সুন্দরবনের বন্যা কবলিত এলাকায়।
এবার তাঁর বিশেষ দিনটি পালন করলেন কচিকাঁচাদের সঙ্গে। গতকাল ছিল রুদ্রনীলের জন্মদিন। গলফগ্রীনের একটি বস্তিতে গিয়ে সেখানকার বাচ্চাগুলোর সঙ্গে মেতে রইলেন তাঁর এই বিশেষ দিনে। শুধু তাই নয় ২২০ টি বাচ্চাকে শীতের পোষাকও উপহার দিয়েছেন অভিনেতা। এই ঠাণ্ডার মধ্যে অনেকের জীবন আরামদায়ক হলেও বাস্তবটা বেশ কঠিন।সবার জীবন সমান ভাবে চলে না। এই বাচ্চাগুলোকে দেখে এরকম অনুভূতিই হয়েছে রুদ্রনীলের। এখানেই শেষ নয়, কেক কেটে নিজের জন্মদিন সেলিব্রেট করলেন , দুপুরের ভোজও সারলেন এই বাচ্চাগুলোর সঙ্গেই। রুদ্রনীলের এই বিশেষ জন্মদিন পালন নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।