Home Entertainment দেব কে জন্মদিনে আদরমাখা শুভেচ্ছা জানালেন রুক্মিণী

দেব কে জন্মদিনে আদরমাখা শুভেচ্ছা জানালেন রুক্মিণী

by admin

গতকাল ২৫ শে ডিসেম্বর বড়দিনের উৎসবে মেতেছিলেন সমগ্র জাতির মানুষ। আর গতকালই ছিল টলিউডের হার্টথ্রব দেবের জন্মদিন। প্রতি বছরের মত এবছরও নিজের প্রিয় মানুষটির জন্য সারপ্রাইজ নিয়ে উপস্থিত ছিলেন রক্মিনী মৈত্র। নিজের মনের মানুষকে শুভেচ্ছা জানিয়ে রুক্মিনী লিখেছেন ” আমি তোমায় ভালবাসি আর তুমি জান এটা সত্যি”। এর জবাবও দিয়েছেন দেব। অভিনেতা টুইট করে লিখেছেন ” বছরের পর বছর তুমি এই দিনটায় তুমি কত না চমক দিয়ে ভরিয়ে দাও। এ’বছরও তার অন্যথা হল না। তুমি সবসময় আমার জন্য রয়েছ।”।

এবছর ৩৮ এ পা দিলেন দেব। শুধু এখানকারই নয়, বাংলাদেশের অসংখ্য গুনমুগ্ধ রয়েছে দেবের। তারাও সোশ্যাল মিডিয়ায় দেবকে শুভেচ্ছা জানিয়েছেন। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে দেব ও রক্মিণী অভিনীত ঘরোয়া রোমান্টিক ছবি ‘কিসমিস’ ছবির বড় অংশ জুড়ে থাকছে টু-ডি অ্যানিমেশন, যে ধরনের কাজ বাংলা ছবিতে নতুন।

Related Videos

Leave a Comment