কলকাতায় এলেন প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন । এবারের উপলক্ষ্য বোনের বিয়েতে পারিবারিক আনন্দ অনুষ্ঠানে সামিল হওয়া৷ সুস্মিতা সেনের ছবি প্রকাশ্যে আসতেই তাঁর অনুরাগীরা খুশি। বোনের বিয়ে উপলক্ষ্যে সমস্ত কাজ ফেলে মুম্বই থেকে সোজা কলকাতায় চলে এসেছেন সুস্মিতা সেন।
সঙ্গে এসেছেন বাবা, মা, ভাই, ভাইয়ের স্ত্রী, দুই মেয়ে এবং সঙ্গী রোহমান৷ সপরিবারে কলকাতায় হাজির সুস্মিতা। বিমানবন্দরে নামার পর সুস্মিতা কলকাতা থেকে সোজা চলে যান কোন্নগরে। সুস্মিতার জেঠতুতো বোনের বিয়েতে তাঁর গোটা পরিবারের সঙ্গে হাজির রোহমান শলও।
রোহমানের সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার পর থেকেই সুস্মিতা তাঁকে সেন পরিবারের সদস্য হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন, ফের সেই ছবিই প্রকাশ্যে উঠে এসেছে৷ বাঙালি সাজে বিয়ের আসরে হাজির সুস্মিতা সেন। সুস্মিতার ভাইয়ের স্ত্রী, অভিনেত্রী চারু আসোপা চারুকেও দেখা যায় বাঙালি সাজে৷
আদি মানবের চিত্রকর্মের খোঁজ মিলল আমাজনের গভীরে, সন্ধান মিলল রক শেল্টারের
ঐন্দ্রিলা সেন এবং সায়ক সেনের বিয়ের আসরে সুস্মিতা যখন হাজির হন, তাঁর চিরপরিচিত হাসি মুখের ছবিতে অনুরাগী তথা বিয়েবাড়িতে উপস্থিত সবাইকে মাতিয়ে তোলেন৷ রোহমান শুধু বিয়েতে এসেছেন তাই নয়, বিয়ের আসরে কনে ঐন্দ্রিলার পিঁড়ি ধরে রয়েছেন রোহমান শল এবং ভাই রাজীব সেন । শ্বশুরবাড়ির প্রথম বিয়ের অনুষ্ঠানে অভিনেত্রী চারু আসোপা সেজেছেন বাঙালি বধূর সাজে৷