Home Entertainment বাগদান পর্ব সারলেন নীল ও তৃণা , আংটি বদলের কিছু মুহুর্ত রইল

বাগদান পর্ব সারলেন নীল ও তৃণা , আংটি বদলের কিছু মুহুর্ত রইল

by admin

ফেব্রুয়ারিতে সাতপাঁকে বাধা পড়তে চলেছে টলিউডের মিষ্টি জুটি নীল ও তৃণা। একথা আগেই জানা ছিল। এবার বাগদান পর্ব সেরে ফেললেন তাঁরা। গতকাল দুজন দুজনকে ভালোবাসার আংটি পড়িয়ে দেন। বাগদান পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধু ও পরিবারের লোকেরা। ছোট পর্দায় বেশ জনপ্রিয় দুজনে।

জি বাংলায় কৃষ্ণকলি ধারাবাহিকে নিখিলের চরিত্রে দর্শকদের মন জয় করেছেন নীল ভট্টাচার্য। আর এদিকে স্টার জলসায় খড়কুটো ধারাবাহিকে গুনগুনের চরিত্রে সন্ধ্যেয় মাতিয়ে রেখেছে তৃণা সাহা। কয়েকদিন আগে কাপল ফটোশ্যুট করেছেন দুজনে। ইতিমধ্যেই কৃষ্ণকলির সেটে আইবুড়োভাত সেরে ফেলেছেন নিখিল।

অন্যদিকে তৃণা মামাবাড়িতে জমিয়ে খেয়েছেন আইবুড়োভাত। সেসব ছবি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন দুজনেই। ২০১১ সালে MBA করার সময় পরিচয় দুজনের। সেখান থেকে বন্ধুত্ব এরপর প্রেম। জানা যায় ২০১৬ সালে ৮ জুন তৃণা প্রপোজ করে নীলকে, তখন নীল কিছু না বললেও ২০১৭ সালে ২১ শে জুন তৃণাকে প্রপোজ করে নীল।

এরপরেই তৃণাকে বিয়ের প্রস্তাব দেন নীল। শুরু হয় তোড়জোড়। শনিবার আংটি বদল সেরে বিয়ের অনুষ্ঠান শুরু করে দিলেন দুই তারকা।

Related Videos

Leave a Comment