Home Entertainment ফেলে আসা স্মৃতিরা যখন ভিড় করে মনে

ফেলে আসা স্মৃতিরা যখন ভিড় করে মনে

by admin

মনের গোপন ঘরে অনুভূতির চোরাস্রোত বয়ে চলে অনুক্ষণ৷ কোন স্রোত কোথায় কখন ভাসিয়ে নিয়ে  যায় মন তার হদিশ কেই বা রাখে৷ সম্পর্ক অতীত হলেও মনের গভীরে থেকে যায় কিছু স্মৃতি৷ কখনো আচমকা এক উজান স্রোতে ভেসে আসে সেই ফেলে আসা দিন, মনে পড়ে অতীতের প্রিয় জন, রঙীন মুহূর্ত৷

 

 

 

 

অতীতের সেই মানুষকে আবার এখন দেখতে ইচ্ছে করে৷  তারা কি আগের মতই আছে না কি জীবনের ধর্ম মেনে  বদলে গেছে সব?  নাকি অপর মানুষটাও এখনও আগের মত আমার কথা ভাবে?  মনে পড়ে তার চেনা অভ্যাস।  হঠাত চমকে উঠে আজও কি কাছের মানুষকে খোঁজে ? হতাশা ব্যর্থতায় কি আগের মতই ভেঙে পড়ে নাকি সময় তাকে সামলে দিয়েছে৷ এমনও হাজার প্রশ্ন ভিড় করে আসে।  এইসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে না জেনেও মন মানতে চায় না৷  স্মৃতিমেদুর মন অতীতচারী হয়ে খুঁজে ফেরে ফেলে আসা রঙিন স্বপ্ন। 

 

গানে গানে প্রেমের রূপকথা শোনালেন অনসূয়া

 

সম্পূর্ণ গান শুনতে ক্লিক করুন নীচের লিঙ্কে

এমনই অনুভুতিকে কথায় সুরে প্রকাশ করেছেন সুকুমার কর৷ সুকুমার নিজেও একজন সঙ্গীতঅশিল্পী৷ বহুবছর তিনি আধুনিক, রবীন্দ্রনাথের গান চর্চা করেছেন৷ তাই তার গানের জন্য সিসপিয়ার কণ্ঠ অন্য মাত্রা সংযোজন করেছে৷সঙ্গীতায়োজন করেছেন  শ্রী সুবীর চ্যার্টাজী । মায়াবী সুরে অদ্ভুত এক ভালোলাগার সঙ্গে জুড়ে থাকে অন্তর্লীন অসমাপ্ত বেদনা।  বসন্তের সূচনায় ভালোবাসার মরশুমে এই মিষ্টি প্রেমের গান গেয়েছেন সিসপিয়া৷ যে গানের সুরের রেশ থেকে যায় মনে৷

Related Videos

Leave a Comment